মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

পলাশপুর বিজিবি জোনের উদ্যোগে সমন্বয় সভা 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পলাশপুর বিজিবি জোনের উদ্যোগে সমন্বয় সভা 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পুলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির  উদ্যোগে দুর্গাপূজা উদ্যাপন শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে জোনের আওতায় দুর্গাপূজা মণ্ডপের সভাপতি/সম্পাদক সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের ব্যবস্থাপনায় জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পলাশপুর জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম, পিএসসি।

সভাপতির বক্তব্যে পলাশপুর জোন কমান্ডার বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিজেদের ধর্মীয় উৎসব আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা করতে পারে এ জন্য সকলকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো উদ্ভূত পরিস্থিতি বিজিবিকে অবহিত করার জন্য বলেন। 

এ সময় পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, জোনের অন্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ